মণিপুর সংঘর্ষ

স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগে ফের সহিংসতা, পুলিশসহ নিহত পাঁচ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৯, ২০২৩, ১২:৫৮ পিএম

ঢাকা : সহিংসতা-বিধ্বস্ত রাজ্য মণিপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের ঠিক আগ মুহূর্তে আবারও নতুন করে সহিংসতা শুরু হয়েছে। এতে করে একজন পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন নিহত এবং ১২ জন আহতের খবর পাওয়া গেছে।

সোমবার (২৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

কথিত সন্ত্রাসীরা রাজ্যের সেরু এবং সুগুনু এলাকায় অনেক বাড়িতে আগুন দেওয়ার পরে রাজ্যের বেশ কয়েকটি অংশে নতুন করে এই সহিংসতার খবর পাওয়া যায়।

সোমবার (২৯ মে) মণিপুর সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মেইতেই ও কুকি উভয় জনগোষ্ঠীকেই শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

এদিকে সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডেও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে গতকাল ২ দিনের সফরে মণিপুর পৌঁছেছেন।

সহিংসতা বৃদ্ধি এড়াতে সরকার বেশ কয়েকটি এলাকায় কারফিউ এবং ইন্টারনেট ব্যবহার নিষেধাজ্ঞা জারি করেছে।

এর আগে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং গতকাল রবিবার জানান, মণিপুর রাজ্যে গত তিন-চারদিনের সহিংসতায় ৪০ জন সন্দেহভাজন কুকি সন্ত্রাসী পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, সন্ত্রাসীরা এম-১৬ ও একে-৪৭ অ্যাসল্ট রাইফেল ও স্নাইপার গান নিয়ে বেসামরিকদের ওপর হামলা চালাচ্ছে। তারা অনেক গ্রামে ঢুকে পুড়িয়ে দিয়েছে। আমরা তাদের বিরুদ্ধে খুব কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছি। এতে সহযোগিতা করছে সেনাবাহিনী ও অপর নিরাপত্তাবাহিনী।

সোনালীনিউজ/এমটিআই