ইতালিতে ৬.২ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ৭৩

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৬, ০৪:২৯ পিএম

মধ্য ইতালিতে জোরালো ভূমিকম্পে মৃতের সংখ্যা ৭৩ ছাড়িয়ে গেল! রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.২। ভূমিকম্পে ভেঙে পড়েছে একাধিক বহুতল। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, বুধবার ভোররাতে পেরুজিয়া শহরের কাছে তীব্র ভূকম্পন অনুভূত হয়।

দক্ষিণ-পূর্ব আম্ব্রিয়ায় পেরুজিয়া প্রদেশের নরসিয়া শহর থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। তবে, রোম থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে এই কম্পন অনুভূত হয়। জোরালো কম্পনে ভেঙে গিয়েছে বিভিন্ন শহরের বহুতল। রাস্তায় পড়ে রয়েছে ধ্বংসস্তূপ।

প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির মুখপাত্র টুইটারে জানিয়েছেন, দেশের সিভিল প্রোটেকশন এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখছে সরকার। এই এজেন্সিই দাবি করেছে, মৃতের সংখ্যা ৭৩ ছাড়িয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেসকারা ডেল টরন্টো। আশঙ্কা করা হচ্ছে, আফটার শক আরও ভয়ংকর হতে চলেছে।

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে আমাট্রিস, অ্যাকুমোলি ও আরকুয়াতা ডেল টরেন্টোর গ্রামে। ধ্বংসস্তূপের নীচে আরও মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জোর গতিতে উদ্ধারকাজ চলছে।

২০০৯-এর পর থেকে এত শক্তিশালী ভূমিকম্প আর হয়নি। ২০০৯ সালে আকুইলা শহরে ভূমিকম্পে ৩০০ জন মারা গিয়েছিলেন।


সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম/আকন