নেদারল্যান্ডসে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ আটক

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪, ০৪:৫৮ পিএম

ঢাকা: জীবাশ্ম জ্বালানির ওপর ভর্তুকির প্রতিবাদে শনিবার দ্য হেগে বিক্ষোভ মিছিল করেন কয়েকশো মানুষ। ওই আয়োজনে অংশ নিয়েছিলেন ২১ বছর বয়সি গ্রেটা।

এ সময় বিক্ষোভকারীদের একটি প্রধান সড়ক অবরোধ করা থেকে বিরত রাখার চেষ্টা করে পুলিশ। গ্রেটাসহ কয়েকজন বিক্ষোভকারী পুলিশের প্রতিবন্ধকতা পেরিয়ে সড়কে পৌঁছে যান। পরে পুলিশ গ্রেটাসহ বিক্ষোভকারীদের কয়েকজনকে বাসে তুলে নিয়ে যায়। 

[221042]

আটক হওয়ার আগে বিক্ষোভে গ্রেটা বলেন, আজকে এখানে প্রতিবাদে সামিল হওয়াটা জরুরি। কেননা আমরা এখন এ পৃথিবীতে জরুরি অবস্থার মধ্যে বসবাস করছি।

গ্রেটা আরও বলেন, চলমান সংকট এড়াতে ও মানুষের জীবন বাঁচাতে আমাদের সম্ভাব্য সবকিছু করতে হবে।

এ সময় গ্রেটার কাছে জানতে চাওয়া হয়, পুলিশের কঠোর অবস্থানের কারণে আপনি উদ্বিগ্ন কিনা? জবাবে গ্রেটা বলেন, আমি কেন (উদ্বিগ্ন) হবো?

[221014]

এর আগেও নেদারল্যান্ডসে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন পরিবেশকর্মীরা। তবে পুলিশ পরে তাদের ছেড়ে দিয়েছে।

আইএ