ঘুষের অভিযোগে জাপানের অর্থমন্ত্রীর পদত্যাগ

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০১৬, ০৮:০৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক
ঘুষ নেওয়ার অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন জাপানের অর্থমন্ত্রী আকিরা আমারি।

দেশটির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, তিনি আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) পদত্যাগ করেছেন।

আন্তর্জাতিক গণমাধ্যম সুত্রে জানা গেছে, এর আগে দেশটির একটি ম্যাগাজিনের একটি প্রতিবেদনে আকিরা আমারির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হয়েছিল। সেই প্রতিবেদনে বলা হয়, অর্থমন্ত্রী আকিরা আমারি জাপানের একটি নির্মাণ প্রতিষ্ঠানের একজন নির্বাহীর কাছ থেকে ঘুষ নিয়েছেন।

এদিকে অভিযোগটি অস্বীকার করে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আকিরা বলেন, একজনের সামনেই নিজের পকেটে ঘুষ নেওয়ার অর্থ হলো, মানুষ হিসেবে আমার সম্মানবোধের ঘাটতি রয়েছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করলেও এর কিছু পরই তিনি পদত্যাগ করেন বলে খবর প্রকাশিত হয়।

 

সোনালীনিউজ/ঢাকা/মে