পাকিস্তান-ভারতকে আমেরিকার সতর্কবার্তা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩, ২০১৬, ০৯:৩৪ এএম

ভারত-পাকিস্তান ইস্যুতে পরমাণু অস্ত্র নিয়ে কথা না তুলতে পাকিস্তানকে ‘প্রকাশ্যে ও সরাসরি’ অনুরোধ করেছে আমেরিকা। এছাড়া, পাকিস্তান ও ভারত দুই দেশকেই তাদের যোগাযোগের মাধ্যম খোলা রাখার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। খবর কলকাতা নিউজ ২৪-এর।

আমেরিকার এই বার্তা সম্প্রতি ফাঁস হওয়া হিলারি ক্লিনটনের অডিও বার্তারই প্রতিধ্বনি। অডিও টেপে হিলারি বলেছিলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা ‘সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা যা কল্পনার বাইরে’।

শুক্রবার বিকেলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ ব্রিফিংয়ে উপ-মুখপাত্র মার্ক টোনারের বক্তব্যেও অডিও টেপের প্রতিধ্বনি শোনা গেছে। মার্ক টোনার বলেছেন, “পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কার বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কিছু হুমকিমূলক কথাও শোনা যাচ্ছে।’

মার্কিন এই কর্মকর্তা পাকিস্তানকে মনে করিয়ে দিয়েছেন পরমাণু সক্ষম দেশগুলোর জন্য এ ধরণের কথাকে প্রশ্রয় দেয়া উচিত নয়।

তিনি বলেন,পরমাণু শক্তিধর দেশগুলোর স্পষ্ট দায়িত্ব হচ্ছে- পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার বিষয়ে সংযমী হওয়া।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ