মধ্যাহ্নভোজের আগেই জেলেনস্কিকে বেরিয়ে যেতে বলেন ট্রাম্প

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৫:৫০ পিএম

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক তীব্র বাদানুবাদে রূপ নেওয়ার পর আলোচনা ভেস্তে যায়। 

জেলেনস্কিকে হোয়াইট হাউজ থেকে বের হয়ে যেতে বলা হয়। তাও আবার মধ্যাহ্নভোজের আগেই।

এমনটাই বলা হয়েছে ফক্স নিউজের এক প্রতিবেদনে। বৈঠকের পরই দুই প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা ছিল।

কিন্তু বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়ের জেরে জেলেনস্কিকে আলোচনার মাঝপথেই ইউক্রেইনের প্রতিনিধিদের বেরিয়ে যেতে বলা হয় ওভাল অফিস থেকে।

ফলে পূর্বপরিকল্পিত মধ্যাহ্নভোজনও করেননি তারা কেউ। তাদের বদলে খাবার খেতে দেখা যায় হোয়াইট হাউজের স্টাফদের। ঘটনাস্থলে উপস্থিত ফক্স নিউজের একজন সাংবাদিক একথা জানিয়েছেন।

[245023]

ওভাল অফিস ফক্স নিউজের সাংবাদিক জানান, মধ্যাহ্নভোজনের খাবার ওভাল অফিসের হলওয়েতে রাখা ছিল। সেখানেই উভয় দেশের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা ছিল।

ইউক্রেইনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে শুক্রবার দুই প্রেসিডেন্টর মধ্যে আলোচনা ও চুক্তি সইয়ের কথা ছিল। কিন্তু সেই চুক্তি আর হয়নি ট্রাম্প এবং জেলেনস্কির বাগ্‌‌বিতণ্ডার কারণে।

আর এতে বড় ভূমিকা ছিল ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের। মূলত তার একটি কথার উত্তর দিতে গিয়েই পরিস্থিতি উত্তপ্ত হয়। এরপর সংবাদমাধ্যমের সামনেই একে অপরকে দোষারোপ করতে থাকেন ট্রাম্প, ভ্যান্স এবং জেলেনস্কি।

আর শেষ পর্যন্ত খনিজ চুক্তি না করেই জেলেনস্কি গাড়িতে করে হোয়াইট হাউজ ছেড়ে বেরিয়ে যান। ওদিকে, বিপর্যয়ের মধ্য দিয়ে বৈঠক শেষ হওয়ার কারণে ট্রাম্প-জেলেনস্কির নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলনটিও বাতিল হয়।

এআর