ঢাকা: ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৪ মে) সকালে রামবান জেলায় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে এই ঘটনা ঘটে।
নিহত সেনারা হলেন অমিত কুমার, সুজীত কুমার ও মান বাহাদুর।
[248688]
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, দুর্ঘটনার কবলে পড়া সেনাবাহিনীর গাড়িটি মহাসড়ক থেকে ৭০০ ফুট গভীর খাদে পড়ে যায়। গাড়িটি জম্মু থেকে ন্যাশনাল হাইওয়ে ৪৪ ধরে শ্রীনগরের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মির পুলিশ, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান শুরু করেছে।
দুর্ঘটনায় আরও কেউ আহত হয়েছেন কি না তাৎক্ষণিক জানা যায়নি।
এআর