পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ, ইউটিউবার জ্যোতিকে নিয়ে ভারতজুড়ে হইচই 

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২০, ২০২৫, ১১:২৮ এএম

ঢাকা: পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গত শুক্রবার গ্রেপ্তার হয়েছেন ভারতের জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা। হরিয়ানার বাসিন্দা জ্যোতির ইউটিউবে একটি চ্যানেল রয়েছে।  মূলত ভ্রমণের ভিডিও তিনি পোস্ট করতেন সেখানে। জ্যোতির সঙ্গে পাকিস্তানি গুপ্তচরদের যোগাযোগ ছিল বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভারতজুড়ে হইচই শুরু হয়েছে। জ্যেতিকে নিয়ে প্রতিনিয়ত উঠে আসছে নতুন নতুন তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, জ্যোতিকে নিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।  জানা গেছে, পাকিস্তানে গিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লশকর-ই-ত্যায়বার কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন জ্যোতি! 

লশকর-ই-ত্যায়বার প্রধান প্রশিক্ষণ কেন্দ্র মুরিদকে।  সেখানেই জ্যোতি গুপ্তচরবৃত্তির প্রশিক্ষণ নিয়েছিলেন বলে রিপোর্টে উঠে এসেছে।  প্রশিক্ষণ শেষ হওয়ার পর একটি বিশেষ অভিযানে ভারতে ফেরত পাঠানো হয়েছিল তাকে।  তবে সেই অভিযান শুরুর আগেই তাকে গ্রেপ্তার করে ভারতের হিসার পুলিশ।

[249597]

আনন্দবাজার জানিয়েছে, পেহেলগামে হামলার কয়েক দিন আগেই পাকিস্তান সফর করেছিলেন জ্যোতি।  ১৪ দিন মুরিদকেতে ছিলেন তিনি।  জিজ্ঞাসাবাদের সময় তিনি সেই সফরের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।  যদিও তাকে কোন অভিযানের দায়িত্বে ভারতে ফেরত পাঠানো হয়েছিল তা এখনও স্পষ্ট নয়।

জানা গেছে, পাকিস্তানে থাকাকালীন বিভিন্ন জায়গায় অবাধে যাতায়াত করার অনুমতি পেয়েছিলেন জ্যোতি। এমনকি অনেক সংবেদনশীল এলাকাও তিনি পরিদর্শন করতেন।  জ্যোতি সে দেশে থাকাকালীন পাক পুলিশ তার জন্য ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন।

জ্যোতির ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলের ভিডিও ঘেঁটে দেখা গেছে, তিনি মাস দুয়েক আগে, অর্থাৎ পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনার আগে পাকিস্তান গিয়েছিলেন। অটারী-ওয়াঘা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যাওয়া, লাহোরের আনারকলি বাজার, পাক পঞ্জাবের কটাস রাজ মন্দির ঘুরে দেখার ভিডিও রয়েছে জ্যোতির চ্যানেলে।  পাকিস্তানের খাবার এবং ভারত-পাকিস্তানের সংস্কৃতির তুলনা করেও ভিডিও বানিয়েছিলেন তিনি। সেই সময়ই জ্যোতি মুরিদকেতে গিয়ে গুপ্তচরবৃত্তির প্রশিক্ষণ নিয়েছিলেন বলে ধারণা করছে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী।

ইউআর