নোবেল পুরস্কার নেবেন না বব ডিলান!

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৬, ০৬:২৩ পিএম

ঢাকা: সাহিত্যে অসামান্য অবদান রাখার জন্য গীতিকবি বব ডিলানকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। গত ১৩ অক্টোবর ঘোষণা করা হয় নোবেল পুরস্কার-২০১৬। এরপরেই তোলপাড় শুরু হয় ‘কনসার্ট ফর বাংলাদেশ’ খ্যাত বব ডিলানকে নিয়ে। 

তবে নোবেল পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়া জানতে তীর্থের কাকের মতো অপেক্ষায় থাকতে হচ্ছিল সবাইকে। ডিলানের মুখ থেকেই সবাই শুনতে চাইছিল ভালোলাগা মন্দলাগার কথা। 

কিন্তু এ ব্যাপারে কিছুই বললেন না ডিলান। পুরস্কার পাওয়ার পরদিনই তিনি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনসার্ট করলেন। জনসাধারণের সামনে এলেন। কিন্তু একটি কথাও খরচ করলেন ওই বিষয়ে। এমনকি নোবেল কমিটি থেকেও শিল্পীর সঙ্গে বারবার যোগাযোগে করা হচ্ছিল। তবে প্রতিবারই ব্যর্থ হচ্ছিল তারা। এ নিয়ে রহস্য ঘনীভূত হতে থাকে। 

পুরস্কার ঘোষণার চারদিন পর (১৭ অক্টোবর) কিংবদন্তি গায়ক ও গীতিকবি ডিলানের নিজের ওয়েবসাইটের একটি অংশে তার পরিচিতি হিসেবে ‘সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী’ শব্দগুলো লেখা ছিল। এতে চারদিকে ছড়িয়ে যায় যে, ডিলান আনুষ্ঠানিকভাবে নোবেল পুরস্কার গ্রহণ করেছেন। কিন্তু না, তা আর সত্য হলো না। কয়েকদিন পরেই সেই কথাগুলো মুছে ফেললেন ডিলান।

তাই এখন প্রশ্ন উঠছে, নোবেল পুরস্কার কি গ্রহণ করবেন না ডিলান?

সোনালীনিউজ/এমএন