ঢাকা: গত শুক্রবার থেকে ইরানের ওপর ইসরায়েল যে হামলা চালিয়ে আসছে, তাতে এখন পর্যন্ত অন্তত ২২৪ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ১ হাজার ২৭৭ জন। এসব তথ্য জানিয়েছেন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপূর। খবর: ইরান ইন্টারন্যাশনাল।
সোমবার (১৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে কেরমানপূর লেখেন, ‘সিয়োনিস্ট সরকারের আক্রমণ শুরুর ৬৫ ঘণ্টা পার হওয়ার পর হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৮১ জনে। এর মধ্যে রয়েছে নিহত ও আহত সবাই।’
কেরমানপূরের ভাষ্য অনুযায়ী, ‘আহত ১,২৭৭ জনের প্রত্যেককে দেশের বিশ্ববিদ্যালয়-চালিত চিকিৎসাকেন্দ্রগুলোতে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ৯০ শতাংশের বেশি সাধারণ বেসামরিক নাগরিক। এখন পর্যন্ত ৫২২ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। নিহতদের তালিকায় নারী, পুরুষ ও শিশু—সব বয়সের মানুষ রয়েছেন।’
ইসরায়েলের পক্ষ থেকে এ পর্যন্ত এই হামলা নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
এসআই