ইরানের আরাক পরমাণু চুল্লিতে ইসরায়েলের হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ০১:০১ পিএম

ঢাকা : ইসরায়েল ইরানের আরাক শহরে ভারি পানির পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে ইরানের ওই চুল্লির আশপাশের এলাকায় বসবাসকারীদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবর বলছে, ডিউটেরিয়াম অক্সাইড মিশ্রিত এই ভারি পানি পারমাণবিক চুল্লি শীতল করার কাজে ব্যবহার হয়। তবে উপজাত পণ্য হিসেবে ওই পানি থেকে প্লুটোনিয়াম পাওয়া যায়। এই উপাদান পারমাণবিক অস্ত্র তৈরিতে কাজে লাগে।

এদিকে ইরানের হামলায় ইসরায়েলে অন্তত ৩০ জন আহত আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীর শেভায় আঘাত হানে, যেখানে সোরোকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি হামলা হয়েছে তেল আবিবেও।

হাসপাতালটি সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাতে নয়, বরং বিস্ফোরণের তরঙ্গের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সেই দাবি নিশ্চিত করে, যেখানে বলা হয়েছে হামলার লক্ষ্য ছিল হাসপাতালের পাশেই একটি “সংবেদনশীল” এলাকা।

ইসরায়েলের অ্যাম্বুলেন্স সেবার একজন মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন যে, হাসপাতালে কোনো ধরনের বিপজ্জনক উপাদানের গ্যাস বা রাসায়নিক পদার্থের কোনো ধরনের লিকেজ হয়নি।

পিএস