ভারত সফর বাতিল

বাণিজ্য আলোচনায় বসছে না মার্কিন প্রতিনিধি দল

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৯:৫৭ এএম

ঢাকা: চলতি মাসে নির্ধারিত বাণিজ্য আলোচনার জন্য ভারতে আসছেন না মার্কিন প্রতিনিধি দল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রফিটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রিপোর্টে বলা হয়েছে, আগস্টের ২৫ থেকে ২৯ তারিখে মার্কিন প্রতিনিধি দলের নয়াদিল্লি সফর নির্ধারিত ছিল। কিন্তু সর্বশেষ সেটি বাতিল করা হয়েছে। এর ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক শিথিল হওয়ার সম্ভাবনা আপাতত নেই। বরং আগামী ২৭ আগস্ট থেকেই ভারতের পণ্যের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করতে পারে ট্রাম্প প্রশাসন।

এর আগে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। পরে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির কারণে দেশটিকে শাস্তি দেওয়ার অংশ হিসেবে আরও ২৫ শতাংশ কর বসানোর ঘোষণা দেয় ওয়াশিংটন। ফলে মোট ৫০ শতাংশ করের বোঝা চাপতে যাচ্ছে ভারতের রপ্তানিপণ্যের ওপর।

নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে পাঁচ দফা বৈঠক অনুষ্ঠিত হলেও তাতে কোনো সমঝোতা হয়নি। প্রধান মতপার্থক্য তৈরি হয় দুটি বিষয়ে—ভারতের কৃষি ও দুগ্ধ খাতকে বিদেশি কোম্পানির জন্য উন্মুক্ত করার প্রস্তাব এবং রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করা। এ নিয়ে দুই পক্ষ কোনো সমাধানে পৌঁছাতে পারেনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এখনও রাশিয়ার পণ্য ও জ্বালানি ক্রয় করছে। সে তুলনায় ভারতকে আলাদাভাবে লক্ষ্যবস্তু বানানো অন্যায্য। ভারতের মতে, নিজের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া থেকে তেল আমদানি করা জরুরি, আর এজন্য দিল্লিকে দায়ী করা উচিত নয়।

ওএফ