পরিস্থিতিকে জটিল করে তুলছে রাশিয়া: জেলেনস্কি

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০১:৫৭ পিএম

ঢাকা: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধবিরতিতে রাজি না হয়ে পরিস্থিতি জটিল করে তুলছে রাশিয়া। গত শনিবার রাতের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে জেলেনস্কি বলেন, “আমরা দেখছি, রাশিয়া বারবার যুদ্ধবিরতির আহ্বান অগ্রাহ্য করছে এবং এখনও নির্ধারণ করেনি কখন হত্যা বন্ধ করবে। এটি পরিস্থিতিকে জটিল করে তুলছে।”

[254744]

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি। ফোনালাপের পর তিনি বলেন, “সোমবার আমি ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করব এবং হত্যাকাণ্ড ও যুদ্ধবিরতি সম্পর্কিত সব বিষয় নিয়ে আলোচনা করব। আমন্ত্রণের জন্য আমি কৃতজ্ঞ।”

বার্তা সংস্থা এএফপি জানায়, রাশিয়ার দখলের কিছু অঞ্চলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থন দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প রাশিয়ার এমন একটি প্রস্তাবকে সমর্থন করেছেন, যেখানে মস্কো ইউক্রেনের দুটি অঞ্চল পুরোপুরি দখল করবে এবং আরও দুটি আংশিক দখলকৃত এলাকায় সেনা মোতায়েন থাকবে।

সূত্রের বরাত দিয়ে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মূলত চান ইউক্রেন দনবাস অঞ্চল ছাড়ুক, যা পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক প্রদেশ নিয়ে গঠিত। ট্রাম্পও এ বিষয়ে সমর্থন দিতে আগ্রহী।

গত শনিবার ট্রাম্প জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনালাপে বিষয়টি আলোচনা করেন। এর আগে গত শুক্রবার তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেন। কিন্তু জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দনবাস কোনোভাবেই ছাড়বেন না।

উল্লেখ্য, ইউক্রেনে হামলার কয়েক মাস পর ২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়া চারটি অঞ্চলের দখলের দাবি করেছিল। তবে এখনও তারা সেগুলি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। বর্তমানে রাশিয়ার বাহিনী লুহানস্কের প্রায় সব অংশ এবং দোনেৎস্কের বেশির ভাগ এলাকা দখল করেছে। তবে জাপোরিঝিয়া ও খেরসনের মূল নগরীগুলো এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়।

ওএফ