যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ফের ইসরাইলের বিমান হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৯:৪৪ এএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও বিমান হামলা ও গুলিবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলমান যুদ্ধবিরতির মধ্যেই এ ধরনের হামলা নতুন করে চুক্তির স্থায়িত্ব নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির আল-শাআফ এলাকায় দুটি পৃথক হামলায় অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। নিহতরা নিজেদের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি দেখতে গিয়েছিলেন। সে সময় তাদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানায় ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, সীমান্তের ‘হলুদ রেখা’ অতিক্রম করে শুজাইয়ার দিকে অগ্রসর হওয়া যোদ্ধাদের লক্ষ্য করে তারা গুলি চালিয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, মানচিত্র অনুযায়ী ওই রেখার অবস্থান নিয়ে বিভ্রান্তি রয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, এরপর থেকে গাজায় বহুবার হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুধু গত রোববারের এক হামলাতেই নিহত হন ৪২ জন, যাদের মধ্যে শিশু রয়েছে।

ইসরায়েলের দাবি, রাফায় হামাস যোদ্ধাদের গুলিতে তাদের দুই সেনা নিহত হওয়ায় পাল্টা হামলা চালানো হয়েছে। তবে হামাস এ অভিযোগ অস্বীকার করেছে।

এম