যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ১৮

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৮:৪৮ এএম

যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে ফিলিস্তিনের গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (২৯ অক্টোবর) ভোরে এই হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে গাজা কর্তৃপক্ষ।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামাস যোদ্ধারা রাফা এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালানোর পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাল্টা হামলার নির্দেশ দেন। এই ঘটনার পরপরই ইসরায়েলি বিমান গাজা শহরের বিভিন্ন স্থানে বোমাবর্ষণ শুরু করে।

গাজা সিভিল ডিফেন্সের বরাত দিয়ে আলজাজিরা জানায়, সাবরা এলাকা, শাতি শরণার্থীশিবির এবং আল-শিফা হাসপাতালের আশপাশে বিমান হামলা চালানো হয়েছে। একই সঙ্গে দেইর আল-বালাহ অঞ্চলের পূর্বাংশে কামান থেকেও গোলাবর্ষণ হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রাফায় তাদের সেনাদের লক্ষ্য করে “সন্ত্রাসী বাহিনী” গুলি চালায়, এতে কয়েকজন আহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পাল্টা জবাবে তারা হামাসের বেশ কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালায়।

অন্যদিকে ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো বলছে, ইসরায়েলি হামলায় বেশ কিছু আবাসিক ভবন ও একটি চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছেন।

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা যুদ্ধবিরতির সব শর্ত মেনে চলছে এবং নতুন করে সংঘাতের দায় ইসরায়েলের ওপর বর্তায়। সংগঠনটি অভিযোগ করে বলেছে, ইসরায়েল নিজস্ব রাজনৈতিক স্বার্থে যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় আগ্রাসন চালাচ্ছে।

অপরদিকে, ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন, হামাস নিখোঁজ এক বন্দির মরদেহ হস্তান্তরের শর্ত ভেঙে শান্তিচুক্তির ভিত্তি নষ্ট করেছে।

এম