আফগানিস্তানের সঙ্গে আলোচনার ব্যর্থতার পর চটেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ক্ষমতাসীন তালেবান সরকারকে নিশ্চিহ্ন করতে সামরিক শক্তির ব্যবহার লাগবে না, তাদের গুহায় আত্মগোপনে যেতে বাধ্য করা হবে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছিলেন, ইস্তাম্বুল আলোচনায় আফগান পক্ষ মূল ইস্যু থেকে বারবার সরে গিয়েছিল এবং কৌশলগত বিভ্রান্তি তৈরি করে দোষারোপের খেলা চালিয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বা তালেবান সরকার এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
পাকিস্তান অভিযোগ করছে, আফগান তালেবান পাকিস্তানি তালেবানকে নিয়ন্ত্রণ করছে না এবং তাদের ঘাঁটি আফগানিস্তানের মাটিতে। এ নিয়ে তীব্র বাদানুবাদের ফলে আলোচনাও ভেস্তে গেছে।
অক্টোবরের শুরুতে পাকিস্তানি তালেবানের প্রধানকে লক্ষ্য করে আফগানিস্তান বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। জবাবে পাকিস্তানি সীমান্তে পাল্টা হামলা চালানো হয়। বর্তমানে দুদেশের সীমান্ত বন্ধ রয়েছে। গত সপ্তাহান্তে পাল্টাপাল্টি হামলায় পাঁচ পাকিস্তানি সেনা ও ২৫ পাকিস্তানি তালেবান নিহত হয়।
খাজা আসিফ জানিয়েছেন, পাকিস্তান ইস্তাম্বুল আলোচনার ব্যর্থতার পর পূর্ণাঙ্গ যুদ্ধের জন্যও প্রস্তুত।
এসএইচ