পাকিস্তান কর্তৃক আফগানিস্তানে চালানো একটি বিমান হামলায় ৯ শিশু ও এক নারী নিহত হয়েছেন। আফগান কর্তৃপক্ষের দাবি, মধ্যরাতে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়িতে এই হামলা চালানো হয়। এতে অন্তত ১০ জন নিহত হন, যাদের মধ্যে ৯ জন শিশু এবং একজন নারী। এছাড়া, পৃথক আরেকটি হামলায় বেশ কয়েকজন আহত হন।
তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সংবাদমাধ্যম আল জাজিরাকে জানান, খোস্ত প্রদেশের গোরবুজ এলাকায় রাতের এই হামলা চালানো হয়।
তিনি এক্স (সাবেক টুইটার) এ একটি পোস্টে দাবি করেন, পাকিস্তান সেনাবাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা হামলা করে, যার ফলে বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। নিহতদের মধ্যে ৫ জন ছেলে এবং ৪ জন মেয়ে শিশু রয়েছে, পাশাপাশি এক নারীও নিহত হয়েছেন।
এছাড়া, মুজাহিদ আরও দাবি করেন যে, এই হামলার পাশাপাশি পাকিস্তান বাহিনী আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশ এবং পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও বিমান হামলা চালিয়েছে। ওই হামলায় কমপক্ষে ৪ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
এম