এক লাফে স্বর্ণের দাম সর্বোচ্চে, নেপথ্যে কী?

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৪:০২ পিএম
ফাইল ছবি

বিশ্ববাজারে আবারও উর্ধ্বমুখী স্বর্ণের দাম। মঙ্গলবার এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে মূল্যবান এই ধাতুটি। আন্তর্জাতিক বাজারে ধারাবাহিক এই বৃদ্ধির প্রভাব পড়ছে দেশের বাজারেও।

স্বর্ণের দামের এই উত্থানের নেপথ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সুদের হার কমানোর সম্ভাবনা। মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারকদের সাম্প্রতিক মন্তব্যে ডিসেম্বরেই সুদের হার কমতে পারে-এই আভাস মিলতেই স্বর্ণের বাজারে নতুন জোয়ার দেখা গেছে। একই সঙ্গে কিছুটা শক্তিশালী হয়েছে মার্কিন ডলারও।

রয়টার্স জানায়, স্পট মার্কেটে মঙ্গলবার প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ৪ হাজার ১৪৭ দশমিক ৫১ ডলার, যা ১৪ নভেম্বরের পর সর্বোচ্চ অবস্থান। দিনে ১ দশমিক ৮ শতাংশ অগ্রগতির ভিত্তিতে দাম বেড়েছে শূন্য দশমিক ২ শতাংশ। ডিসেম্বরে ডেলিভারির মার্কিন স্বর্ণের ফিউচারও ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৪ হাজার ১৪৪ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে।

গত দুই সপ্তাহ ধরে সুদের হার কমানোর প্রত্যাশা বাজারে নতুন গতি এনেছে। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের যেকোনো অর্থনৈতিক তথ্য নজরদারি করছেন। মার্কিন চাকরির বাজার দুর্বল হওয়ায় ডিসেম্বরেই কোয়ার্টার-পয়েন্ট সুদের হার কমানোর সম্ভাবনা দেখছেন ফেড গভর্নর ক্রিস্টোফার ওয়ালার।

সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, বিনিয়োগকারীরা সুদের হার কমানোর সম্ভাবনা এখন ৮১ শতাংশ হিসেবে দেখছেন, যা গত সপ্তাহে ছিল মাত্র ৪০ শতাংশ। কম সুদের হার স্বর্ণে বিনিয়োগকে আরও আকর্ষণীয় করে তোলে, ফলে দাম বাড়ে দ্রুত।

মার্কিন সরকারের অচলাবস্থার কারণে গুরুত্বপূর্ণ কিছু অর্থনৈতিক তথ্য প্রকাশে বিলম্ব হয়েছে। খুচরা বিক্রি, বেকারত্বের দাবি, উৎপাদক মূল্যসহ এসব তথ্য এই সপ্তাহে প্রকাশিত হবে। এগুলো ফেডের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

ডলার গত সপ্তাহে ছয় মাসের সর্বোচ্চের কাছাকাছি অবস্থানে থাকায় স্বর্ণের উত্থান কিছুটা সীমিত হয়েছে। তবুও সামগ্রিকভাবে বাজারে বৃদ্ধির ধারা শক্তিশালী।

স্বর্ণ ছাড়াও স্পট সিলভারের দাম প্রতি আউন্সে ৫১ দশমিক ৪২ ডলারে স্থির ছিল। প্ল্যাটিনাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৬০ দশমিক ৬০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম বেড়েছে শূন্য দশমিক ২ শতাংশ, যার নতুন অবস্থান ১ হাজার ৩৯৮ দশমিক ৮৮ ডলার।

বিশ্ববাজারে স্বর্ণের দামের এই অস্থিরতা এখনও অব্যাহত থাকবে-এমন ইঙ্গিতই দিচ্ছে আন্তর্জাতিক পরিস্থিতি।

এসএইচ