নিকারাগুয়ায় শক্তিশালী ভূমিকম্প : মাত্রা ৭.২

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৫, ২০১৬, ১০:১০ এএম

ঢাকা: নিকারাগুয়ায় এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিলো ৭ দশমিক ২। ভূমিকম্পের পর মধ্য আমেরিকার ৩০০ কিলোমিটার উপকূলজুড়ে সুনামির আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। হারিকেন ‘ওটটো’ আঘাত হানার পর এই ঘটনা ঘটে।

দক্ষিণাঞ্চলীয় শহর সান হুয়ান দ্য নিকারাগুয়ার কাছের উপকূলভাগে সামুদ্রিক এই ঝড়টি প্রথম আঘাত হানে বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাতের দিকে। এখন এটি প্রবল বেগে পশ্চিমাঞ্চলের লোকালয়ের দিকে অগ্রসর হচ্ছে। এ মুহূর্তে ঝড়ের প্রভাবে সেখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ মাইল বা ১৭৫ কিলোমিটার বলে নিকারাগুয়ার ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়। এর আগে মধ্য আমেরিকার আরেক দেশ পানামায় আঘাত হানে ‘ওটটো’। এতে তিনজন নিহত হন ও অন্তত চারজন নিখোঁজের খবর পাওয়া গেছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন