রাজ্যসভা থেকে মিঠুন চক্রবর্তীর পদত্যাগ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০১৬, ০৯:০৭ পিএম

ঢাকা: ভারতের রাজ্যসভা থেকে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় তৃণমূলের প্রতিনিধি ছিলেন। মিঠুন চক্রবর্তী ২০১৪ সালের এপ্রিলে রাজ্যসভার সদস্য হন।

সোমবার (২৬ ডিসেম্বর) তৃণমূলের বিবৃতির বরাত দিয়ে ভারতের গণমাধ্যম টিএনএনের খবরে জানানো হয়েছে, বলিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী রাজ্যসভার সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্রটি জমা দেন।

সদস্য হিসেবে তাঁর উপস্থিতি তেমন ভালো ছিল না। মাত্র তিন দিন তিনি অধিবেশনে উপস্থিত ছিলেন। এ পর্যন্ত তিনি অধিবেশনে কোনো প্রশ্ন করেননি বা বিতর্কে অংশ নেননি।


সোনালীনিউজ/ঢাকা/আকন