ওবামার বাণিজ্য উপদেষ্টা হলেন বাংলাদেশি বেহনাজ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০১৭, ০১:৩১ পিএম

বিদায়ের শেষ মুহূর্তে বারাক ওবামার বাণিজ্যনীতি ও উপদেষ্টা দলে নিয়োগ পেয়েছেন এক বাংলাদেশি। গত সোমবার হোয়াইট হাউসের বিজ্ঞপ্তিতে ঢাকায় জন্ম নেয়া বেহনাজসহ ২৯ জনকে নিয়োগের মনোনয়ন দেয় ওবামা প্রশাসন। সিনেটের অনুমোদন পেলে আগামী দুই বছর এই পদে কাজ করবেন বেহনাজ কিবরিয়া। 

তিনি ২০০৭ সাল থেকে মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে কাজ করছেন। তার আগে একই দফতরের সহকারী জেনারেল কাউন্সিলর ছিলেন তিনি। 

বেহনাজ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে পেরু, কলম্বিয়া ও কোরিয়া ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট বিষয়েও কাজ করেছেন। যুক্তরাষ্ট্র প্রশাসনে যোগ দেয়ার আগে ওয়াশিংটন ডিসির হগ্যান অ্যান্ড হার্টসন এলএলপি নামের আইনি প্রতিষ্ঠানে যুক্ত ছিলেন বেহনাজ কিবরিয়া।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই