সেলফি রোগের স্কুলছাত্রীর মৃত্যু!

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৯, ২০১৭, ১১:৩৩ এএম
আরোরা জেনি সিফিল। ছবি: মেট্রো

ঢাকা: গ্রীষ্মের ছুটিতে সমুদ্রতীরে বেড়াতে গিয়েছিলো স্কুলছাত্রী। বান্ধবীদের সঙ্গে ভালোই সময় কাটছিলো তার। সেই সময়টিকে ফ্রেমে বন্দি করতে তীর থেকে একটু ভিতরে সমুদ্রের মাঝে গিয়ে তিন বান্ধবী মিলে সেলফি তুলছিলো, এমন সময় তীব্র এক ডেউয়ে তলিয়ে যায় ওই স্কুলছাত্রী।

এমনি একটি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের সমুদ্র সৈকত সাউথ জেটিলি পার্কে। আরোরা জেনি সিফিল (১৪) নামক ওই স্কুলছাত্রী টেক্সাসের ওরেগনের বাসিন্দা।

সমুদ্র সৈকত কর্তৃপক্ষ জানান, সিফিল তার বান্ধবীদের নিয়ে সমুদ্রে সেলফি তুলছিলো, এমন সময় প্রচন্ড এক ডেউয়ে তলিয়ে যায় সে। পানির নিচে কাঠের টুকরা সঙ্গে বেধে যাওয়ায় সে আর উঠতে পারে নি। কিন্তু তার সাথে থাকা অন্য দুই বান্ধবী নিরাপদেই উঠে আসে। সিফিলকে পরে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার সৎ-বাবা ডেভিড উইডারকুইস্ট বলেন, ‘সিফিল নর্থ ইউজিনি হাই স্কুলের ক্যাপ্টেন ছিলো। বান্ধবীদের সঙ্গে গ্রীষ্মের ছুটি উদযাপনের জন্য শনিবার এখানে এসেছিলো।’ সূত্র: মেট্রো অনলাইন।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই