এরদোয়ানকে ফোন করে ট্রাম্পের অভিনন্দন

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৮, ২০১৭, ০৫:১৬ পিএম
ফাইল ছবি

ঢাকা: তুরস্কের সংবিধান সংশোধনের ‘হ্যাঁ’ ভোটে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বিজয়ী হওয়ায় তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংসদীয় শাসন ব্যবস্থা বাতিল করে প্রেসিডেন্ট শাসিত ব্যবস্থা চালুর জন্য রোববার (১৬ মার্চ) দেশটিতে গণভোট দেন জনপ্রিয়তার তুঙ্গে থাকা দেশটির এই প্রেসিডেন্ট।

দেশটির রাষ্ট্রিয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয় সংবিধান পরিবর্তনের পক্ষে আর্থাৎ ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫১ দশমিক ১৮ শতাংশ। আর পরিবর্তনের বিপক্ষে আর্থাৎ ‘না’ ভোট পড়েছে ৪৮ দশমিক ৮২ শতাংশ।

অপরদিকে এদিকে প্রবাসী তুর্কিরাও সংবিধান পরিবর্তনের দিকেই ভোট দিয়েছেন। ফলে সামান্য ব্যবধানে জয়ী হয়েছে এরদোয়ানের ‘হ্যাঁ’ ভোট। 

এতে সাংবিধানিক সংস্কারে এরদোয়ানের সামনে আর কোন বাধা থাকল না। এই জয়ের ফলে তার আরো অন্তত এক যুগ ক্ষমতায় থাকার পথ প্রশস্ত হল। বলা হচ্ছে নতুন যে সংবিধান আসতে যাচ্ছে, তাতে প্রেসিডেন্ট সর্বময় ক্ষমতার অধিকারী হবেন।

এদিকে দেশটির বিরোধী দল ও ইউরোপীয় ইউনিয়ন যখন নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কে তখন ফোনে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প। সূত্র: বিবিসি।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই