ভারতের সবচেয়ে সুবিধাভোগী নাগরিক!

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৩০, ২০১৭, ০৭:১৫ পিএম

ঢাকা: ভারতের সবচেয়ে সুবিধাভোগী নাগরিক ভাবা হয় যাকে তিনি হলেন ভারতদাস দর্শনদাস। দেশটির গুজরাট রাজ্যে তার বসবাস। দেশটির প্রধানমন্ত্রীর ও রাষ্ট্রপতিকে যে সুবিধা দেয়া না হয় সেই সুবিধা দেয়া হয় তাকে। কারণ, তিনি গভীর অরণ্যে এক মন্দীরের পুরোহিত!

রাজ্যের গির অরণ্যের বানেজ গ্রামে থাকেন ষাটোর্ধ্ব ভারতদাস। সেখানকার তীর্থধামের পুরোহিতের দায়িত্বভার তার কাঁধে। তিনি স্থানীয় একটি শিবমন্দিরের দেখভালও করেন। 

ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কোনো ভোটারের বাসস্থান থেকে ভোটকেন্দ্রের দূরত্ব দুই কিলোমিটারের বেশি হতে পারবে না। সে জন্যই নির্বাচনী কর্মকর্তারা জুনাগড় জেলার গির অরণ্যে ৩৫ কিলোমিটার পথ পেরিয়ে বানেজ গ্রামে গিয়ে ভোটকেন্দ্র স্থাপন করেন। এ কাজে বনরক্ষীরা সাহায্য করে থাকেন। 

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতদাস একজন সম্মানী লোক, তাছাড়া তিনি মন্দিরকে রক্ষার জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন। এছাড়া, নির্বাচন কমিশনের আইন অনুযায়িও এ সুবিধা পাওয়ার যোগ্য ব্যক্তি তিনি।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই