জাপানের যে দ্বীপে নারী নিষিদ্ধ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৮, ২০১৭, ০৪:২৬ পিএম
ফাইল ছবি

ঢাকা: পৃথিবীর অনেক দেশেই অন্ধকার যুগের মতই এখনো নারীদের অপবিত্র মনে করা হয়। তেমনি একটি দেশ জাপান। দেশটির একটি দ্বীপে নারীদের যাওয়া নিষিদ্ধ। এমন একটি দ্বীপকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণার সুপারিশ করেছে ইউনেস্কো।

ওকিনোশিমা নামে দক্ষিণ-পশ্চিম জাপানের এই দ্বীপটিকে এতটাই পবিত্র বলে মানা হয় যে সেখানে শুধু পুরুষরাই যেতে পারবেন, কিন্তু নারীরা পাও ফেলতে পরবেন না।
দ্বীপটিতে মুনাকাতা তাইশা ওকিটসুমিয়া নামে একটি মন্দির রয়েছে। যা দেশটির সমুদ্রের দেবীর সম্মানে তৈরি।

জাহাজের নিরাপদ যাত্রার জন্য এখানে নানা রকমের আচার অনুষ্ঠান পালিত হতো। এ দ্বীপকে কেন্দ্র করে এখনো নানা রকমের নিষেধাজ্ঞা চালু আছে। এ দ্বীপে সেখানে যে পুরুষরা যাবেন তাদের উলঙ্গ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয়। তা ছাড়া এ দ্বীপে যাবার বিবরণ তারা কাউকে কখনো বলতে পারবেন না।

নারীদের যাবার ওপর এ নিষেধাজ্ঞা তুলে নেয়ার এমন সম্ভাবনা নেই জানিয়ে মন্দিরের এক কর্মকর্তা বলেন, এটি বিশ্ব ঐতিহ্যের অংশ হলেও এ নিষেধাজ্ঞা উঠবে না।

সোনালীনিউজ/ঢাকা/এআই