বিমানে উঠতে দেয়া হলো না মন্ত্রীর মাতাল ছেলেকে

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৯, ২০১৭, ১১:৪২ এএম

ঢাকা : তিনিই যেই হোন কেন মদ্যপ অবস্থায় বিমানে উঠতে দেওয়া হবে না, তা আগেই ঘোষাণা দিয়েছিল কর্তৃপক্ষ। সে অনুযায়ী ভারতের গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী নীতীন প্যাটেলের মাতাল ছেলেকে বিমানে উঠতে দেয়নি কাতার এয়ারওয়েজ। তাদের অভিযোগ, অতিমাত্রায় মদ্পান করেছিলেন জৈমান প্যাটেল। তিনি বিমানবন্দরের কর্মীদের সঙ্গে তর্কও করেন। গতকাল এ ঘটনা ঘটে।  

আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করছিলেন উপ-মুখ্যমন্ত্রীর ছেলে। সঙ্গে ছিলেন স্ত্রী ঝলক ও মেয়ে বৈশবী। তবে জৈমান এতোটাই মাতাল ছিলেন যে ঠিকমতো হাঁটতে পারছিলেন না। তার অবস্থা দেখে একটি হুইলচেয়ারও ডাকা হয়। তবে তারা তিনজনই ইমিগ্রেশনের সব কাজ সেরে ফেলেন। বিমানে উঠতে গিয়েই বাধে বিপত্তি। 

নীতীন প্যাটেল পরে সাংবাদিকদের বলেন, জৈমানের শরীর ভালো ছিল না। সে তার স্ত্রী ও মেয়েকে নিয়ে ছুটি কাটাতে যাচ্ছিল। শরীর খারাপ হওয়ায় তারা বাড়ি ফিরে আসে। যা রটেছে তা একেবারেই সত্যি নয়। বিপক্ষ দল এসব রটিয়ে তাদের ইমেজে আঘাত করতে চাইছে।

সোনালীনিউজ/ এস