বিদ্যুৎ উৎপাদনে পাকিস্তানকে বিপুল অর্থ দিচ্ছে চীন

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৩, ২০১৭, ১০:৪৮ পিএম
ফাইল ছবি

ঢাকা: বিদ্যুৎ উৎপাদনে সিন্ধু নদে বিশাল অঙ্কের প্রকল্প নিয়েছে পাকিস্তান। এতে বিনিয়োগ করতে রাজি হয়েছে চীন। পানি থেকে বিদ্যুৎউন্নয়নের প্রকল্পটিতে পাঁচ  হাজার কোটি মার্কিন ডলার ব্যয় হবে। পুরো অর্থের যোগন দিবে চীন। প্রকল্পটি বাস্তবায়ন শেষে কেন্দ্র থেকে প্রতিদিন ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।

পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের চীন সফরের সময়েই এ বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে। সিল্ক রোড বিষয়ক এক সম্মেলনে যোগ দিতে চীন সফরে রয়েছেন পাক প্রধানমন্ত্রী।

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রতিষ্ঠার সঙ্গে আরো যেসব উন্নয়ন প্রকল্প ও অবকাঠামো নির্মাণ করতে হচ্ছে তারই অংশ হিসেবে সিন্ধু নদে পানিবিদ্যুৎ প্রকল্প হাতে নিচ্ছে পাকিস্তান। পাকিস্তানের কয়েকটি সূত্রের বরাত দিয়ে ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এরইমধ্যে চীনা বিশেষজ্ঞরা প্রকল্প এলাকায় জরিপ চালিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে কয়েকটি বিশাল প্রকল্পে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করছে চীন। 

সোনালীনিউজ/ঢাকা/আতা