ইরানের সংসদ ও খোমেনির মাজারে হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৭, ২০১৭, ০১:৪১ পিএম

ঢাকা: ইরানের সংসদ মজলিশে শুরা এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ খোমেনী মাজারে পৃথক বন্দুকধারীরা হামলা করেছে। বুধবার (৭ জুন) সকালে এ হামলায় এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আন্তত ৯ জন।

রাজধানী তেহরানে মজলিশে শুরার চত্বরে ঢুকে অন্তত চার বন্দুকধারী ঢুকে নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে জানা গেছে। 

ঘটনার পর থেকেই নিরাপত্তা বাহিনী সংসদ ঘিরে রেখেছে। ঢোকার ও বের হওয়ার সব পথ বন্ধ করে দেয়া হয়েছে। তেহরানের এমপি ইলিয়াস হজরতি বলেছেন, হামলাকারীদের কাছে দুটি কালাশনিকভ এবং একটি হ্যান্ডগান ছিল। এমপি মেহেদি কিয়াই বলেছেন, পরিস্থিত নিয়ন্ত্রণে রয়েছে।

অপর এক সংবাদে বলা হয়, তেহরানে খোমেনী মাজারে তিন বন্দুকধারী হামলা করেছে। হামলাকারীদের গুলিবর্ষণে কয়েজন আহত হয়েছেন। হামলাকারীদের মধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তৃতীয় ব্যক্তি আত্মঘাতি হয়েছে। সূত্র: আইআরআইবি।

সোনালীনিউজ/ঢাকা/এআই