ক্ষমতাচ্যুত ভাতিজাকে গৃহবন্দি করলেন সৌদি বাদশাহ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৩০, ২০১৭, ০২:৪১ পিএম

ঢাকা : সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ গত ২১ জুন ভোরে ক্ষমতাচ্যুত করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফকে। যিনি কিনা বাদশাহর ভাতিজা। তার স্থলে বসান নিজের ছেলে ৩১ বছরের মোহাম্মদ বিন সালমানকে। এখন আবার ক্ষমতাচ্যুত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফকে জেদ্দা নগরীর নিজ প্রাসাদে গৃহবন্দি করা হয়েছে বলে জানা গেছে। 

সৌদি রাজ পরিবারের ঘনিষ্ঠ দুটি সূত্র এ খবর নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে, বিন সালমানের নতুন ক্ষমতাকে সুসংহত করার জন্যই চাচাতো ভাই বিন নায়েফকে বন্দি করা হয়েছে। 

জানা গেছে, ক্ষমতা হারানোর পর মোহাম্মদ বিন নায়েফ জেদ্দায় তার প্রাসাদে ফিরে আসেন। এমনকি তার নিরাপত্তায় নিয়োজিত অনুগতদের সরিয়ে মোহাম্মদ বিন সালমানের লোকদের মোতায়েন করা হয়। মনে করা হচ্ছে, বিন নায়েফ এবং রাজ পরিবারে তার ঘনিষ্ঠ সদস্যদের সৌদি ত্যাগ ঠেকাতেই এ ব্যবস্থা। 

সোনালীনিউজ/ এসও