ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ফের ২ ফিলিস্তিনি নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৩, ২০১৭, ১২:২৬ পিএম

ঢাকা: ফিলিস্তিনের পশ্চিম তীর ইসরাইলি বাহিনীর সঙ্গে পৃথক সংঘর্ষে আরো দুই ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার পূর্ব জেরুজালেমের ইজারিয়া শহরে এক সংঘর্ষে ইসরাইলি বাহিনীগুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে উদায় নাউজা ১৭ নামের এক তরুণের মৃত্যু হয়।

একই দিন পশ্চিম তীরের আবু ডিস এলাকায় অপর এক সংঘর্ষে এক তরুণ ইসরাইলি বাহিনীকে পেট্রোল বোমা নিক্ষেপের সময় গুরুত আহত হন। পরে হাসপাতলে নিয়ে সেখানে মারা যান।

বৃহস্পতিবারের এক সংঘর্ষে পূর্ব জেরুজালেম এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকই। মুসলমানদের প্রথম কিবলা বায়তুল আল আকসাকে ঘিরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে কয়েকদিনের সংঘাতের পর এ সহিংসতা দেখা দিয়েছে।

গত সপ্তাহে দুই ইসরায়েলি পুলিশ নিহত হওয়ার ঘটনায় এলাকাটিতে উত্তেজনা বেড়েছে। মুসলিমদের পবিত্র স্থান হারেম আল-শরিফ এবং ইসরায়েলিদের টেম্পল মাউন্টের কাছে তিন ইসরায়েলি আরব বন্দুকধারী ওই দুই পুলিশ কর্মকর্তাকে হত্যা করে। সূত্র: আল জাজিরা।

সোনালীনিউজ/ঢাকা/এআই