ভিডিওটি দেখলে শিউরে উঠবেন আপনিও!

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৭, ১০:৫০ এএম

ঢাকা: বন্যা কতটা সর্বগ্রাসী হতে পারে তা হয়তো অনেকেই দেখেননি। তবে এই ভিডিওটি দেখলে যে কারো শিউরে উঠতেই হবে। এবছর বন্যায় পশ্চিমবঙ্গের রাজ্যগুলোর বাড়ি ঘর, রাস্তা, সেতু পনিতে খড়কুটোর মতো ভেসে গিয়েছে।

কিন্তু, এবছরের বন্যার সম্ভবত সবথেকে ভয়ঙ্কর ছবিটা ধরা পড়েছে বিহারের অররিয়া জেলায়। ঘটনাটি ঘটে গত ১৩ অগস্ট। স্থানীয় এক বাসিন্দার তোলা সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সেতু বন্যা পানির তোড়ে মাঝখান থেকে অর্ধেক ভেঙে গিয়েছে। বিপজ্জনকভাবে সেতুর উপরের রাস্তা কোনওক্রমে ঝুলছিল। ভাঙা অংশের দু’পাশে প্রচুর গ্রামবাসী দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে কয়েকজন ঝুঁকি নিয়েই হেঁটে ঝুলে থাকা অংশ পেরিয়ে সেতুর অন্যদিকে চলে যাচ্ছিলেন। এক মহিলা দুই বালককে নিয়ে একইভাবে সেতুর এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করেন। তখনই ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা।

পানিতে ওই সেতুর ঝুলে থাকা অংশ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে জলের প্রবল স্রোতে ভেসে যান তিনজন। জলের স্রোত এতটাই ছিল যে, কেউ তাদের বাঁচানোর চেষ্টা করারও সুযোগ পাননি।

একটি ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পানিতে ভেসে যাওয়া ওই মহিলা-সহ দুই শিশুরই মৃত্যু হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন