ভণ্ডের কাণ্ড সমর্থনে ৬৬১ ট্রেনের যাত্রা পণ্ড

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৬, ২০১৭, ১০:৩৭ পিএম

ঢাকা: ভারতে ভণ্ড ধর্মবাবার কাণ্ডের প্রভাব এখন সাধারণ মানুষের জীবনে পড়তে শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত নামানো হয়েছে সেনাবাহিনী। বিতর্কিত ভারতীয় ধর্মগুরু ও ধর্ষক রাম রহিমকে আদালত কর্তৃক শাস্তি দেওয়াকে কেন্দ্র করে দেশটির হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যে সৃষ্ট দাঙ্গা-ফাসাদে ৩১ জন নিহত ও আহত হন অসংখ্য মানুষ।

শুক্রবারের(২৫ আগস্ট) ভয়াবহ সহিংস এ ঘটনায় শুধু মানুষজন হতাহতই হয়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পদও। একইসঙ্গে পাঞ্জাব-হরিয়ানা রুটে ৬৬১টি ট্রেনের যাত্রা বিঘ্নিত হয়। শনিবার(২৬ আগস্ট) এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম।

ভারতীয় উত্তরাঞ্চেল রেলওয়ের কর্মকর্তারা জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে হরিয়ানা ও পাঞ্জাবে যাতায়াতকারী ৩০৯টি এক্সপ্রেস ট্রেনের চলাচল ২৮ আগস্ট পর্যন্ত বন্ধ রাখা হবে। এ ছাড়া এখন পর্যন্ত হরিয়ানাগামী ২৯৪টি যাত্রীবাহী ট্রেনের যাত্রা বন্ধ রাখা হয়েছে। আর ৫৮টি রেলগাড়ির গতিপথ পরিবর্তন করা হয়েছে।

মোটকথা, বিতর্কিত গুরমিত রাম রহিম সিং ওরফে ‘রকস্টার বাবা’কে ধর্ষণের অপরাধে দণ্ড দেওয়ার কারণে ভারতে চলমান সহিংতায় এখন পর্যন্ত ৬৬১টি ট্রেনের যাত্রা বাধার মুখে পড়েছে।

সোনালীনিউজ/ঢাকা/আতা