বাংলাদেশের জন্মদিন রাহুল যুগের সূচনা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৭, ০২:০৬ পিএম

ঢাকা: ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। ওই দিনটিতেই ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেসে রাহুল গান্ধীর যুগ শুরু হচ্ছে। ওইদিন তিনি প্রেসিডেন্ট পদের দায়িত্ব নিচ্ছেন। দলের রাজ্য ও কেন্দ্রীয় প্রতিনিধিদের উপস্থিতিতে ৪৭ বছরের রাহুলের হাতে কংগ্রেসের দায়িত্ব তুলে দেবেন বর্তমান প্রেসিডেন্ট এবং তার মা সোনিয়া গান্ধী। 

আজ সোমবারই মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন। এখনো পর্যন্ত রাহুল গান্ধী ছাড়া কেউ প্রেসিডেন্ট পদে মনোনয়নপত্র জমা দেননি। তাই আজ তার দায়িত্বের ঘোষণা আসতে পারে। রাহুলের সামনে চ্যালেঞ্জও কম নয়। গুজরাট নির্বাচনের প্রচার ভালোভাবেই চালিয়েছেন তিনি। সেখানে দল সাফল্য পেলে তাকেই কৃতিত্ব দেয়া হবে। নয়তো আরো একটি ব্যর্থতা অপেক্ষা করছে। 

২০১৪ সালের লোকসভা নির্বাচনের পরে পাঞ্জাব ছাড়া একের পর এক রাজ্যে ক্ষমতা হারিয়েছে কংগ্রেস। ১৩২ বছরের দলের এখন লোকসভায় সদস্য মাত্র ৪৪। রাহুলের ওপর ভর করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে দল। এনডিটিভি।

সোনালীনিউজ/ঢাকা/এআই