মন্দিরে ঢুকতে বয়সের প্রমাণপত্র লাগবে নারীদের!

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৪, ২০১৮, ০৭:১৭ পিএম

ঢাকা : ভারতের কেরালার সবরীমালা মন্দিরে ঢুকতে হলে বয়সের প্রমাণপত্র দেখাতে হবে নারীদের। আধার কার্ড বা ভোটার আইডি কার্ডের মতো ন্যায্য প্রমাণপত্র দেখাতে না পারলে এই মন্দিরে ঢুকতে পারবেন না নারীরা।

ভারতের কেরালার সবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সের নারীরা ঢোকার ছাড়পত্র পান না। কোনোভাবেই মন্দিরের সেই রীতি যাতে না ভাঙে, তা নিশ্চিত করতেই এবার বয়সের প্রমাণপত্র খতিয়ে দেখার ব্যবস্থা।

কেরালার সবরীমালার আইয়াপ্পার মন্দিরে প্রবেশাধিকার নেই ১০ থেকে ৫০ বছর বয়সী নারীদের। ঋতুমতী মেয়ের মন্দিরে ঢোকা থেকে আটকাতে ১০ থেকে ৫০ বছর বয়সের সব নারীদের নিষিদ্ধ করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর