নাইজেরিয়ায় ডাকাতদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪৫

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৭, ২০১৮, ০৭:২৫ পিএম

ঢাকা: অাফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সশস্ত্র ডাকাতদের সঙ্গে মিলিশিয়াদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। রোববার (৬ মে) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় এক মিলিশিয়া। খবর এএফপি’র।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক নিরাপত্তা কর্মী বলেন, কাদুনা রাজ্যের গোয়াস্কা গ্রামে জঙ্গল থেকে ৪৫টি লাশ উদ্ধার করা হয়েছে। সশস্ত্র ডাকাতদল গ্রামটিতে হামলা চালালে তাদের উপর পাল্টা হামলা চালায় মিলিশিয়ারা।

নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে গবাদি পশু চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রায় এ ধরণের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। গোয়াস্কা গ্রামে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে এসব লোক নিহত হয়। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

সশস্ত্র হামলাকারীরা পার্শ্ববর্তী জামফারা রাজ্য থেকে আসে। তারা বিরনিন গোয়ারি এলাকার বাসিন্দাদের মধ্যে ভীতির সঞ্চার করেছে বলেও জানান ওই স্থানীয় নিরাপত্তাকর্মী।

উত্তরাঞ্চলের কাদুনা রাজ্য পুলিশ প্রধান অস্টিন আইওয়ার সশস্ত্র ডাকাতদের সঙ্গে মিলিশিয়াদের সংঘর্ষের খবর নিশ্চিত করে বলেন, ‘সেখানে মিলিশিয়া ও ডাকাত দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। মিলিশিয়ারা স্থানীয়ভাবে অনেক শক্তিশালী।

সোনালীনিউজ/এমএইচএম