ট্রাম্প একজন চিন্তাশীল ও মনোযোগী শ্রোতা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৯, ২০১৮, ০৫:০২ পিএম

ঢাকা : আন্তর্জাতিক ডেক্সঃরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প একজন চিন্তাশীল ব্যক্তি। তিনি অন্যের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক গঠনমূলক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শুক্রবার রাতে তিনি বলেন, আলাপের সময় ট্রাম্প অন্যের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নিজের যু্ক্তিযুক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন। শুক্রবার সকালে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রেইবকভ বলেন, ট্রাম্প ও পুতিনের বৈঠকের জন্য তারা প্রাথমিক কাজ সারছেন।

কিন্তু কখন, কোথায় বৈঠকটি হবে-তা এখনো পরিষ্কার না। রুশ কর্মকর্তারা বলেন, দুই দেশের সম্পর্কোন্নয়ন প্রক্রিয়া সহজতর করতে এ রকম একটি বৈঠক খুব বেশি দরকার।

যুক্তরাষ্ট্রের দিক থেকেও সমস্যার মাত্রা উপলব্ধি করা হয়েছে। সমস্যাগুলো স্তূপাকারে জড়ো হয়ে আছে। কাজেই এ সমস্যা নিরসন করতে হবে বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা।

গত কয়েক বছরে দুই দেশের সম্পর্কে ব্যাপক টানাপোড়েন তৈরি হয়েছে। ওয়াশিংটন ও মস্কো নিয়মিতভাবে পরস্পরের বিরুদ্ধে কথার লড়াই চালিয়ে যাচ্ছে।

সোনালীনিউজ/এমটিআই