সৌদিতে নারীদের গাড়িতে ক্ষুব্ধ মৌলবাদীদের আগুন!

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৫, ২০১৮, ০৩:৫৯ পিএম

ঢাকা: সৌদি আরবে সালমা আল শরীফ (৩১) নামে এক নারীর গাড়ি পুড়িয়ে দিয়েছে ক্ষুব্ধ মৌলবাদীরা। পবিত্র মক্কা নগরীতে এ ঘটনা ঘটেছে। ওই নারী মক্কা নগরীর একটি প্রতিষ্ঠানে ক্যাশিয়ার পদে কর্মরত আছেন।

এদিকে এই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বুধবার (৫ জুলাই) দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সংবাদ মাধ্যমকে সালমা আল শরীফ জানিয়েছেন, ‘নারী গাড়ি চালকদের বিরোধীরা’ চলতি সপ্তাহে তার গাড়ি ইচ্ছাকৃতভাবে পুড়িয়ে দিয়েছে। প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, রাতের বেলায় একটি গাড়ি পুড়ছে আর সালমা শরীফ আতঙ্কিত অবস্থায় কাঁদছেন।

তিনি আরো বলেন, যেদিন থেকে আমি গাড়ি চালানো শুরু করি সেদিন থেকেই পুরুষেরা আমাকে দেখে বিদ্রুপ করা শুরু করে।

এদিকে, মক্কার পুলিশ জানিয়েছে, এ ঘটনার তদন্ত চলছে। ইতিমধ্যে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও আটকে অভিযান চলছে।

উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগে সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি নারীদের গাড়ি চালানোর এই স্বাধীনতা পাওয়ার পরিপ্রেক্ষিতে উগ্রবাদিরা ওই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। সূত্র: ডেইলি মেইল

সোনালীনিউজ/এমএইচএম