আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২৪

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৬, ২০১৮, ০৩:০১ পিএম

ঢাকা : মেক্সিকোর তুলতেপেক রাজ্যে আতশবাজির কারখানায় জোড়া বিস্ফোরণে ২৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে অগ্নিনির্বাপক ও পুলিশ কর্মকর্তারা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪০।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ জুলাই) আতশবাজি উৎপাদনের জন্য পরিচিত রাজ্যটিতে এ ঘটনা ঘটে।

রাজ্যের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। এর আগে ১৭ জন নিহতের খবর পাওয়া গিয়েছিল। রাজ্যের পাবলিক সিকিউরিটি সেক্রেটারিয়েট জানায়, নিহতদের মধ্যে অন্তত ছয়জন অনির্বাপক বা পুলিশ কর্মকর্তা রয়েছেন। প্রথম বিস্ফোরণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেলে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে।

আহতদের মধ্যেও পুলিশ ও অগ্নিনির্বাপক রয়েছেন। তাদের রাজ্যের রাজধানী তোলুচা হাসপাতালে নেওয়া হয়েছে। টুইটারে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতা এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের সমবেদনা জানিয়েছেন তিনি।

তুলতেপেকের উপকণ্ঠ লা সচেরা এলাকার কারখানায় স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় প্রথম বিস্ফোরণ ঘটে। এর কয়েক মিনিট পরই পুলিশ ও অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছানোর পর আরেকটি বিস্ফোরণ হয়।

তুলতেপেক রাজ্যটি মেক্সিকোর ‘আতশবাজির রাজধানী’ নামে পরিচিত। প্রতিবছর প্রায় ২৫ টন আতশবাজি এখানে উৎপাদিত হয়। বিশেষ করে সেপ্টেম্বর মাসে দেশের বিজয় দিবসে এগুলো ব্যবহার করা হয়।

সোনালীনিউজ/এমটিআই