তিনমাসে ৬৩৯ ভারতীয় কৃষকের আত্মহত্যা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৫, ২০১৮, ০৪:১৪ পিএম

ঢাকা : কৃষিঋণ শোধ করতে না পেরে তিন মাসে ভারতের মহারাষ্ট্রে ছয়শো ৩৯ কৃষক আত্মহত্যা করেছেন। আইন পরিষদে এ তথ্য দিয়েছেন রাজস্বমন্ত্রী চন্দ্রকান্ত পাতিল।

বিরোধী দলের নেতাদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মার্চ থেকে মে মাসের মধ্যে এসব আত্মহত্যার ঘটনা ঘটে। তাদের মধ্যে ১৭৪টি পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হয়েছে বলে জানান রাজস্বমন্ত্রী।

তিনি বলেন, এখনো ৩২৯টি মামলা প্রমাণের অপেক্ষায় আছে। বিরোধী দলের নেতা ধনঞ্জয় মুন্ডে দাবি করেন, গেল চার বছরে ১৩ হাজার কৃষক আত্মহত্যা করেছেন। গত বছর এ সংখ্যা ছিল দেড় হাজার।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই