ক্যামেরুনে বোকো হারামের ৮৯ জঙ্গির মৃত্যুদণ্ড

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৮, ২০১৬, ১১:৫৫ এএম

সোনালীনিউজ ডেস্ক

ইসলামী জঙ্গিগোষ্ঠী বোকো হারামের ৮৯ জন সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে ক্যামেরুন। দেশটির উত্তরাঞ্চলীয় নাইজেরিয়া সীমান্তে বেশ কয়েকটি হামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত এসব সন্ত্রাসীকে সামরিক আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এই তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, ২০১৪ সালে ক্যামেরুন সন্ত্রাসবিরোধী আইন পাশ করে। এই আইনে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়। আইনটি পাশ হওয়ার পর এই প্রথম অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ দণ্ড ঘোষণা করা হল।

বোকো হারাম জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ৮৫০ জনকে গ্রেপ্তার করে ক্যামেরুন। মৃত্যুদণ্ড পাওয়া ৮৯ জন এই গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন।

তবে চরমদণ্ড ঘোষণার পর স্থানীয় একটি মানবাধিকার গোষ্ঠী ক্যামেরুনের বিচার ব্যবস্থার সংস্কার দাবি করেছে।

গত বছর জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে আঞ্চলিক শান্তিরক্ষী বাহিনীতে ক্যামেরুনের সেনাবাহিনী যোগ দেওয়ার পর দেশটিতে সন্ত্রাসী-জঙ্গি হামলায় শত শত মানুষ নিহত হন।

সোনালীনিউজ/আমা