পর্যটকবাহী নৌকা ডুবিতে ৩০ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৫, ২০১৮, ০৮:৫৪ পিএম

ঢাকা: আফ্রিকার দেশ উগান্ডায় একটি পর্যটকবাহী নৌকা ডুবে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় দেশটির লেক ভিক্টোরিয়ায় ৭০-৮০ জন যাত্রীসহ নৌকাটি ডুবে যায়।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি রোববার (২৫ নভেম্বর) এ খবর জানিয়েছে।

উগান্ডা পুলিশের সহকারী মুখপাত্র প্যাট্রিক ওনিয়াংগো বলেন, এখন পর্যন্ত ২৭ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজদের লাশ উদ্ধারের জন্য নৌ-বাহিনীর সদস্যরা সব ধরনের চেষ্টা করে যাচ্ছে। ডুবে যাওয়ার সময় নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিল সে বিষয়ে সঠিক কোনও তথ্য দিতে পারেননি তিনি।

তিনি বলেন, তারা নৌকাটির যাত্রীদের তালিকার জন্য অপেক্ষা করছেন।

ওনিয়াংগো আরো বলেন, দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীরা আমাদের বলেছেন, যাত্রা শুরুর সময় নৌকাটিতে ৭০-৮০ জন যাত্রী ছিল।

দুর্ঘটনা কবলিত নৌকাটি পর্যটকদের লেক ভিক্টোরিয়ায় থাকা একটি প্রমোদ তরীতে পৌঁছে দিচ্ছিল। এসব পর্যটক সেখানে সাপ্তাহিক ছুটি কাটাতে যাচ্ছিলেন। পুলিশ জানায়, লেক ভিক্টোরিয়ার উগান্ডা অংশে গত দুই বছরের মধ্যে এটাই বড় ধরনের নৌ-দুর্ঘটনা।

লেক ভিক্টোরিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও আফ্রিকার বৃহত্তম লেক। পূর্ব আফ্রিকার তিন দেশ উগান্ডা, কেনিয়া ও তানজানিয়ায় বিস্তৃত এই লেক। গত সেপ্টেম্বরে লেকটির তানজানিয়া অংশে একটি ফেরি ডুবে ২০০ জনের বেশি মানুষ মারা যায়।

সোনালীনিউজ/এমএইচএম