জানা গেল সেই ভুতুড়ে টাকার রহস্য

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০১৮, ০৪:১৩ পিএম

ঢাকা: কয়েক দিন আগে ভারতের জয়পুরের একটি গ্রামের সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ভুতুড়ে টাকা ঢোকা নিয়ে হইচই শুরু হয়। গ্রামবাসীরা জানতেনই না তাদের অ্যাকাউন্টে কোথা থেকে টাকা এসেছে। প্রত্যেকের অ্যাকাউন্টে ৬ হাজার থেকে ৪০ হাজার পর্যন্ত টাকা ঢুকেছিল। কয়েকজনের অ্যাকাউন্টে ২০ লাখ টাকা ঢুকেছিল।

ব্যাংক বন্ধ থাকায় টাকা নিয়ে এই রহস্য উদ্ধার হয়নি। সোমবার সেই টাকার রহস্য জানা গেছে। ওই টাকা ছিল ফসল বিমার টাকা। এলাকার কৃষকরা ফসল বিমার টাকা পেয়ে থাকে।

তবে টাকা প্রাপকদের অনেকেই চাষি নন এবং অনেকের অ্যাকাউন্টে অনেক বেশি টাকা ঢোকা নিয়ে নতুন বিড়ম্বনা শুরু হয়েছে জয়পুরে।

সোমবার (২৪ ডিসেম্বর) অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) শঙ্করপ্রসাদ পাল বলেন, ‘আমরা তদন্ত করে দেখেছি, ২০১৭ সালে ওই দু’টি পঞ্চায়েতে বন্যার সময়ে খরিফ ফসলের যে ক্ষতি হয়েছিল এটা তারই ক্ষতিপূরণ। যে সংস্থার কাছে চাষিরা বিমা করেছিলেন তারাই দু’দিন ধরে সরাসরি চাষিদের অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়েছে। ফলে এ বিষয়ে বিভ্রান্তির অবকাশ নেই।’

সূত্র: আনন্দবাজার পত্রিকা।


সোনালীনিউজ/ঢাকা/আকন