গ্রিস থেকে ফেরত পাঠানো প্রথম শরণার্থীর দল পৌঁছেছে

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৪, ২০১৬, ০৭:১৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

গ্রিস থেকে ফেরিতে করে পাঠানো শরণার্থীদের প্রথম দল গতকাল সোমবার তুরস্কে পৌঁছায়। ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনার আওতায় এ সব শরণার্থীকে তুরস্কে ফেরত পাঠানো হয়েছে। ইউরোপে অভিবাসী প্রত্যাশী শরণার্থীদের ঢল ঠেকানোর লক্ষ্যে এ পরিকল্পনা নেয়া হয়েছে।

গ্রিস দ্বীপ লেসবোস থেকে পাঠানো ১৩১ শরণার্থীদের মধ্যে বেশির ভাগই পাকিস্তানের নাগরিক বলে উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে পশ্চিমাঞ্চলীয় তুরস্কের দিকিলিতে তারা পৌঁছে গেছে বলে জানানো হয়েছে।  শরণার্থী সংকট মোকাবেলায় তুরস্ক-ইউরোপীয় ইউনিয়নের চুক্তির কঠোর সমালোচনা করছে মানবাধিকার গোষ্ঠীগুলো। বিশেষ প্রস্তুতি না নিয়েই এ চুক্তি বাস্তবায়ন করায় তারা এর সমালোচনা করছে।

এদিকে শরণার্থী বহনকারী আরেকটি ফেরি গ্রিস দ্বীপ চইয়স থেকে সোমবার সকালে যাত্রা করার কথা রয়েছিল।

সোনালীনিউজ/ঢাকা/আকন