সন্তানকে বাঁচাতে বন্দুকের সামনে বুক পাতেন জুলফিকার

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৮, ২০১৯, ০৫:৫২ পিএম

ঢাকা : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার সময় ঘাতকের বন্দুকের সামনে নিজের বুক পেতে দেয় দুই বছর বয়সী সন্তানকে নিয়ে নামাজ পড়তে আসা ইন্দোনেশিযার যুবক জুলফিকার সিয়াহ।

আল নূর মসজিদের পর লিনউড মসজিদে সন্ত্রাসী হামলার সময় সেখানে দুই বছর বয়সী সন্তানকে জুলফিকার শিশুটিকে বাঁচাতে নিজের বুক পেতে দেন।

গুলিতে শিশুটি সামান্য আহত হলেও তার বাবা মারাত্মক আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। খবর ডেইলি মেইলের।

আহত জুলফিকার সিয়াহর অবস্থা গুরুতর। নিবিড় পরিচর্যাকেন্দ্রে রেখে তার চিকিৎসা চলছে।

সিয়াহর মার্কিন স্ত্রী আল্টা ম্যারি বলেন, তাদের ছেলে আভেরোস সামান্য আহত, সে সুস্থ হয়ে উঠছে। মাত্র দুই মাস আগে ইন্দোনেশিয়া থেকে নিউজিল্যান্ডে আসে সিয়াহর পরিবার।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি তুলে ধরেছেন সিয়াহর স্ত্রী। তিনি লিখেছেন- লিনউড ইসলামিক সেন্টারে হামলার সময় আমার স্বামী আমাদের ছেলেকে আড়াল করেছিল। এতে হামলাকারীর অধিকাংশ গুলি লাগে স্বামীর গায়ে।

উল্লেখ্য, ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে গত শুক্রবার জুমার নামাজের সময় খ্রিস্টান জঙ্গির হামলায় নারী ও শিশুসহ নিহত হয়েছেন ৫০ জন।

এদের মধ্যে ৪ বাংলাদেশি রয়েছেন। ওই হামলায় আহত আরও ৪৮ জনের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।

সোনালীনিউজ/এমটিআই