কাশ্মীরে সেনাসহ নিহত ৪

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৬, ২০১৯, ১২:২৬ পিএম

ঢাকা : ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে এক সেনা সদস্যসহ চারজন নিহত হয়েছে। নিহত বাকি তিনজন বিচ্ছিন্নতাবাদী বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। আহত আরও দুই সেনা সদস্য ও এক স্থানীয় বাসিন্দা হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে।

পুরো এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। গোটা এলাকায় কার্ফিও জারি করে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের লুকিয়ে থাকার খবরে বৃহস্পতিবার ভোরে সেনাবাহিনী, সিআরপিএফ রাষ্ট্রীয় রাইফেলস এবং স্পেশাল অপারেশনস গ্রুপের যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে তিন বিচ্ছিন্নতাবাদী ও এক সেনা সদস্য নিহত হয়।

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ভারতীয় নিরাপত্তা রক্ষী বাহিনীর প্রায় অর্ধশত সদস্য নিহত হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন পাক-ভারত যুদ্ধাবস্থা বিরাজ করছিল।

সোনালীনিউজ/এমটিআই