আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানের ব্যক্তিজীবন নিয়ে ফের বিতর্ক ছড়িয়েছে। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বামী আবু ত্বহার বিরুদ্ধে পরকীয়া এবং তার প্রতিষ্ঠানে নারীদের সঙ্গে অবাধ মেলামেশার অভিযোগ আনেন স্ত্রী সাবিকুন নাহার সারাহ। তার এই পোস্ট ঘিরে আবারও তোলপাড় শুরু হয়েছে অনলাইনে।
এর আগে একাধিকবার পরকীয়ার অভিযোগ তুলেছিলেন সাবিকুন নাহার। তখন বিষয়টি সাময়িকভাবে থেমে গেলেও এবার নতুন করে শুরু হয়েছে দাম্পত্য টানাপোড়েন। অন্যদিকে, এবার নিজেই বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন আবু ত্বহা আদনান। ফলে প্রশ্ন উঠেছে—তাহলে কি সত্যিই ভেঙে যাচ্ছে এই আলোচিত দম্পতির সংসার?
গত ২ অক্টোবরও একই ধরনের পোস্ট দিয়েছিলেন সাবিকুন নাহার। তখন আবু ত্বহা অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, তার মোবাইল ফোন হারিয়েছে। পরে সারাহ সেই পোস্ট মুছে দিয়ে ক্ষমাও চেয়েছিলেন। এরপর কিছুদিন তাদের সম্পর্ক স্বাভাবিক বলে মনে হলেও, ১১ সেপ্টেম্বর ফের নতুন করে একই অভিযোগ তোলেন তিনি।
[258277]
সাবিকুন নাহারের অভিযোগের দুই দিন পর ফেসবুকে ‘উপসংহার’ শিরোনামে এক পোস্ট দেন আবু ত্বহা। সেখানে তিনি লেখেন, ভুল সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদানই তিনি পেয়েছেন এবং আর নয়-এবার সবকিছুর ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন।
তোহার ভাষ্য অনুযায়ী, বিষয়টি এখন দেশের বরেণ্য ওলামায়ে কেরামদের উপস্থিতিতে শরীয়াসম্মত ও আইনি প্রক্রিয়ায় সমাধানের পথে রয়েছে।
[258419]
এদিকে তার এই পোস্ট ঘিরে আবারও সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। কেউ সহানুভূতি জানাচ্ছেন তোহার প্রতি, আবার কেউ প্রশ্ন তুলছেন ইসলামী বক্তাদের ব্যক্তিজীবনে এমন বিতর্কের প্রভাব নিয়ে।
সব মিলিয়ে, আবু ত্বহা মোহাম্মদ আদনান ও সাবিকুন নাহারের দাম্পত্য জীবন এখন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে।
এসএইচ