জাতীয় নাগরিক পার্টি থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ এবার ছাত্র উপদেষ্টাদের নিয়ে তীব্র অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ছাত্র উপদেষ্টারা যাতে দেশ ত্যাগ করতে না পারে, সে ব্যবস্থা নিতে হবে।
ফেসবুকে দেওয়া পোস্টে তিনি দুদক ও ড. ইউনুসকে উদ্দেশ করে লেখেন, ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্ত নিশ্চিত করতে এবং অনতিবিলম্বে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করার উদ্যোগ নিতে হবে।
এর আগের রাতে ফেসবুক লাইভে এসে মুনতাসির মাহমুদ বলেন, ছাত্র উপদেষ্টারাই জুলাইকে বিক্রি করেছে। তাঁর অভিযোগ, বিভিন্ন উপদেষ্টাদের মধ্যে ছাত্র উপদেষ্টারাই সবচেয়ে বেশি দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। পাঁচ আগস্টের পর সমন্বয়ক বা কেউ অভিযোগ নিয়ে কোনো উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলে তাঁদের ছাত্র উপদেষ্টার কাছে পাঠানো হতো। অনুমতি না মিললে কারও সঙ্গে সাক্ষাতের সুযোগ মিলত না।
তিনি দাবি করেন, ছাত্র উপদেষ্টাদের হাতে ছিল সম্পূর্ণ ক্ষমতা। ডিসি, ওসি থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এমডি পদে নিয়োগ দেওয়া, বড় আকারের অর্থ লেনদেনসহ নানা প্রভাব খাটানোর অভিযোগ তোলেন তিনি। তাঁর ভাষায়, তারা জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং দেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে।
এনসিপি থেকে অব্যাহতি পাওয়ার পরদিনই মুনতাসির মাহমুদ উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন। এরপর সাম্প্রতিক পোস্টে তিনি উপদেষ্টা আখতার হোসেনের বিরুদ্ধেও অভিযোগ তোলেন।
এসএইচ