ঢাকা: জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব ও সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদকে রোববার (৭ ডিসেম্বর) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি ফেসবুকে পোস্টে জানিয়েছেন, জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদকে তার বাসার সামনে থেকে আটক করা হয়েছে।
শওকত মাহমুদ এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ২৫ এপ্রিল নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ আত্মপ্রকাশ করে। দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ইলিয়াস কাঞ্চন, যিনি নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। শওকত মাহমুদকে রাখা হয় মহাসচিব পদে।
এর আগে ২০২৩ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
জনতা পার্টি ও সংশ্লিষ্ট সূত্র বলছে, শওকত মাহমুদের গ্রেপ্তারের পেছনে কোনো নির্দিষ্ট কারণ এখনও অফিসিয়ালি জানানো হয়নি। গ্রেফতারের বিষয়টি পরবর্তী আইনগত প্রক্রিয়া ও রাজনৈতিক প্রভাবের দিকে দেশজুড়ে নজর রয়েছে।
এসএইচ