মিয়ানমারের কাছে ৫০ হাজার রোহিঙ্গার তালিকা দিল বাংলাদেশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৯, ০৬:০৭ পিএম

ঢাকা : মিয়ানমারের কাছে প্রায় ৫০ হাজার রোহিঙ্গার একটি নতুন তালিকা হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এমন তথ্য জানান।

রোহিঙ্গাদের নিজ ভূমি রাখাইন রাজ্যে প্রত্যাবাসনের আগে যাচাইয়ের জন্য বাংলাদেশ গত ২৯ জুলাই মিয়ানমারের কাছে ২৫ হাজার রোহিঙ্গার একটি নতুন তালিকা দেয়।

বাংলাদেশ এখন পর্যন্ত প্রায় ৫৫ হাজার রোহিঙ্গার নাম মিয়ানমারের কাছে হস্তান্তর করেছে।

আবরার হত্যা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে কূটনীতিকদের বিবৃতি দেওয়া ‘অহেতুক’। কারণ সরকার এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নিয়েছে।

‘আমি মনে করি এটা বন্ধ হওয়া উচিৎ,’ জানিয়ে মন্ত্রী উল্লেখ করেন যে সম্প্রতি যুক্তরাষ্ট্রে গুলিতে চারজন মারা যাওয়ার পর মার্কিন সরকার কাউকে ধরতে পারেনি। ‘আমি মনে করি তারা (কূটনীতিকরা) শিষ্টাচার লঙ্ঘন করেছেন।’

উপকূলে নজরদারি ব্যবস্থা স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, ‘এতে অন্য কারও মাথা ব্যাথা হওয়া উচিত নয়।’

সোনালীনিউজ/এমটিআই