আইইডিসিআরের ব্রিফিংয়ের সময় পরিবর্তন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৮, ২০২০, ১১:১৯ এএম
ফাইল ছবি

ঢাকা: সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) প্রতিদিনই দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তথ্য জানাচ্ছে।

তারা শুরু’র দিকে প্রতিষ্ঠানটি নির্দিষ্ট একটি সময়ে ব্রিফিং করলেও গেল কয়েকদিন ধরে সময় পাল্টাচ্ছে তারা। এছাড়া এরই মধ্যে দুইদিন ব্রিফিং করবে না বলে জানালেও শেষ পর্যন্ত ব্রিফিং করে তারা। গেল ২৬ মার্চ বিকেল সাড়ে ৩টায় ব্রিফিং করে আইইডিসিআর। ২৭ মার্চ ব্রিফিং করে বেলা ১১টায়। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টায় ব্রিফিং করবে বলে জানিয়েছে তারা।

উল্লেখ্য, করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে নিয়মিত ব্রিফিং করে আসছে আইইডিসিআর। ব্রিফিংয়ে এ ভাইরাসে বিশ্ব ও বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তথ্য দেয় সরকারি এ সংস্থাটি। এছাড়া এ ভাইরাস নিয়ে সরকারের গৃহীত পদক্ষেপ ও ভাইরাসটির সংক্রমণ থেকে কীভাবে মুক্ত থাকা যায় সে বিষয়েও দিক-নির্দেশনা দিয়ে আসছে তারা।

সোনালীনিউজ/এমএএইচ